বাহমনি সাম্রাজ্য

আলাউদ্দিন হোসেন বাহমান শাহ ( ১৩৪৭-৫৮ )

  • মহম্মদ বিন তুঘলকের রাজত্বকালে ১৩৪৭ খ্রিঃ আলাউদ্দিন হাসান বাহমান শাহ বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ।
  • তিনি প্রথম জীবনে "গঙ্গু" নামক জনৈক ব্রাহ্মনের অধীনে কাজ করতেন। তাই তিনি হাসান গঙ্গু নামে সমধিক পরিচিত ছিলেন।
  • তিনি 'জাফর খাঁ' উপাধি নেন।
  • হাসান নিজেকে পারস্যের বিখ্যাত বীর ব্রাহ্মণ বিন ইসফানদিয়ার বংশধর বলে দাবি করেন।
  • হাসান তার রাজধানী স্থাপন করেন গুলবার্গে, পরবর্তীকালে যার নাম দেওয়া হয় হাসানাবাদ ।
  • তিনি কোটগির কল্যাণ, মালখেদ, বিদর, গোয়া, ধাবল, কোলাপুর এবং তেলেঙ্গানা জয় করেন।
  • শাসনকার্যের সুবিধার জন্য তিনি তার রাজ্যকে চারটি প্রদেশে বিভক্ত করেন- গুলবার্গ , দৌলতাবাদ , বেরার ও বিদর । প্রতিটি প্রদেশকে বলা হত 'তরফ'।

প্রথম মহম্মদ শাহ ( ১৩৫৮-৭৫ )

  • তার বড় পুত্র প্রথম মহম্মদ শাহ সুযোগ্য শাসক ছিলেন ।
  • বিজয়নগর অধিপতি বুক্কা তাঁর কাছে পরাজিত হন।
  • তিনি বরাঙ্গলের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হন।

মুজাহিদ শাহ ( ১৩৭৫-৭৮ )

  • মুজাহিদ শাহ ( ১৩৭৫-৭৮ ) মুহম্মদ শাহের পর সফলতম রাজা ছিলেন ।
  • তার সময় রায়চুর দোয়াব ভূ – খণ্ডকে কেন্দ্র করে বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের মধ্য বিরােধের সৃষ্টি হয় ।

দ্বিতীয় মহম্মদ শাহ ( ১৩৭৮-৯৭ )

  • পরবর্তী শাসক ছিল দ্বিতীয় মহম্মদ শাহ ।
  • তার সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল ।
মুহম্মদ শাহ -২ কে অনুসরণ করেছিল তার দুই পুত্র গিয়াসুদ্দিন এবং সামুদ্দিন । যদিও তারা কয়েক মাস বাহমনি সাম্রাজ্য শাসন করেন । তাদের সাম্রাজ্য দখল করে তাজউদ্দিন ফিরােজ শাহ ।

তাজউদ্দিন ফিরােজ শাহ ( ১৩৯৭-১৪২২ )

  • তাজউদ্দিন ফিরােজ শাহ ছিলেন একজন শক্তিশালী নরপতি এবং বাহমনি সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ সুলতান।
  • ১৪০৬ সালে তিনি বিজয়নগর সাম্রাজ্যের নরপতি প্রথম দেবরায়কে পরাজিত করেন এবং প্রথম দেবরায়ের কন্যাকে বিবাহ করেন।
  • তিনি নরসিং রায়কে পরাজিত করেন।
  • ১৪২০ সালে বিজয়নগর সাম্রাজ্যের কাছে পরাজিত হন।
  • ভীমা নদীর তীরে ফিরোজাবাদ নগর পত্তন করেন।
  • চৌল ও ধাবোল বন্দর দুটির উন্নতি ঘটান।
  • বিখ্যাত সুফি পন্ডিত গেজুদরাজ তার রাজসভায় ছিলেন।

প্রথম আহম্মদ শাহ ( ১৪২২-৩৬ )

  • তাজউদ্দিন ফিরােজকে সিংহাসনচ্যুত করে তাঁর ভাই প্রথম আহম্মদ শাহ সিংহাসনে বসেন।
  • তিনি বিজয়নগররাজ দ্বিতীয় দেবরায়কে পরাজিত করেন।
  • তিনি তাঁর রাজধানী গুলবর্গা থেকে বিদরে স্থানান্তরিত করেন।
  • তাকে বলা হত 'ওয়ালী', কারণ তিনি ছিলেন গেজুদরাজের শিষ্য।
  • তিনি মালবের অধিপতি হোসাং শাহকে পরাস্ত করেন এবং গুজরাট আক্রমণ করে কোঙ্কন দখল করেন।

আলাউদ্দিন আহম্মদ শাহ ( ১৪৩৬-৫৮ )

  • প্রথম আহম্মদ শাহর পর সিংহাসনে বসেন তার পুত্র আলাউদ্দিন আহম্মদ শাহ ।
  • তিনি একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন।
  • খান্দেশের নাসির খাঁ ও বিজয়নগরের দ্বিতীয় দেবরায় কে পরাস্ত করেন।

হুমায়ুন শাহ ( ১৪৫৮-৬১ )

  • আলাউদ্দিন আহম্মদ শাহর পর তার পুত্র হুমায়ুন শাহ ( ১৪৫৮-৬১ ) সিংহাসনে বসেন ।
  • তিনি অত্যাচারী ছিলেন বলে জনসাধারণ তাকে ‘ জালিম ’ বলত ।
  • তিনি মামুদ গাওয়ান কে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেন এবং তাকে 'খাজা-ই-জাহান' উপাধি দেন।
  • মামুদ গাওয়ান বিজাপুরের শাসনকর্তা নির্বাচিত হন।

নিজাম শাহ ( ১৪৬১-৬৩ )

  • হুমায়ুনের পর তার পুত্র নিজাম শাহ মাত্র ৮ (আট) বছর বয়সে বাহমনির শাসক হন ।
  • রাজমাতা মকদুমা জাহান রাজকার্য পরিচালনা করতেন
  • নাবালক নিজাম শাহের অভিভাবক ছিলেন মাহমুদ গাওয়ান।

তৃতীয় মুহম্মদ শাহ ( ১৪৬৩-৮২ )

  • তারপর তার ভ্রাতা তৃতীয় মুহম্মদ শাহ ( ১৪৬৩-৮২ ) ছিল সফলতম শাসক ।
  • তৃতীয় মুহম্মদ শাহ উপাধি নেন 'লস্করী'।
  • তৃতীয় মুহম্মদ শাহের প্রধানমন্ত্রী ছিলেন মামুদ গাওয়ুন
  • মামুদ গাওয়ান তার সময় বিদরের কাছে একটি মাদ্রাসা গঠন করেন।
  • তিনি প্রধানমন্ত্রী মাহমুদ গাওয়ানকে মৃত্যুদণ্ড দেন ।
  • মাহমুদ গাওয়ান কোনকান , গােয়া , ওড়িয়া , কাঞ্চি প্রভৃতি অঞ্চল দখল করেন ।
  • তার রাজত্বকালে রাশিয়ান পর্যটক নিকিতিন বিদর ভ্রমণ করেন।

মুহম্মদ শাহ -৩ এর পুত্র মামুদ শাহ ( ১৪৮২-১৫১৮ ) পরবর্তী শাসক নিযুক্ত হয় । বাহমনি সাম্রাজ্যের শেষ শাসক ছিল কালিম উল্লহ শাহ ( ১৫২৪-২৭ ) । বাহমনী রাজ্য ভেঙে পাঁচটি স্বাধীন রাজ্যের উদ্ভব হয়- (১)ইউসুফ আদিল শাহ প্রতিষ্ঠিত বিজাপুরের আদিল শাহী বংশ(১৪৯০ খ্রী:), (২) কুতুবশাহ প্রতিষ্ঠিত গোলকুণ্ডার কুতুবশাহী বংশ(১৫১৮ খ্রী:), (৩) আহম্মদ নিজাম শাহ প্রতিষ্ঠিত আহম্মদনগরের নিজামশাহী বংশ(১৪৯০ খ্রী:), (৪) আমীর আলিবারিদ প্রতিষ্ঠিত বিদরের বারীদ শাহী বংশ(১৫২৭ খ্রী:), (৫) ফতউল্লা ইমাদ শাহ প্রতিষ্ঠিত বেরারের ইমাদশাহী বংশ(১৪৮৪ খ্রী:)

  • বাহমন শব্দের অর্থ ব্রাহ্মন
  • বাহমনি সাম্রাজ্যের প্রথম রাজধানী ছিল আহসানাবাদ (গুলবর্গা) এবং দ্বিতীয় রাজধানী ছিল মুহাম্মাদাবাদ (বিদর)
  • পাঙ্গলের যুদ্ধ এর পর বাহমনি সাম্রাজ্যের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়
  • তৈমুর বাহমনি শাসক তাজউদ্দীন ফিরোজ শাহকে নিজের পুত্র বলে অভিহিত করতেন
  • মুসলিম শাসক আলাউদ্দিন বাহমন শাহ সর্বপ্রথম হিন্দুদের উপর থেকে জিজিয়া কর তুলে নেন
  • মামুদ গাওয়ুন এর ফাঁসির আদেশ দেন তৃতীয় মহম্মদ শাহ(ষড়যন্ত্রের প্রভাবে এই কাজ করেছিলেন। পরে ভুল বুঝতে পারেন)
  • বাহমনি শাসক কলিমুল্লা শাহ বাবরকে অনুরোধ করেন তাকে উদ্ধার করার জন্য
  • বাহমনি সাম্রাজ্যের পতনের সময়কাল ১৫২৭ খ্রীষ্টাব্দ
  • সুলতান হুমায়ুন মামুদ গাওয়ানকে \"মালিক-উৎ-তাজির\" (Malik-ut-Tujjar) উপাধিতে ভূষিত করেন।
  • ফিরিস্তার মতে মামুদ গাওয়ান \"রোজাত-উল-ইনসা\" ও \"দিওয়ান-ই-আসর\" নামে দুটি গ্রন্থ রচনা করেন।